Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ জুলাই, ২০১৯ ১০:১০

নেপালে হোটেলে বিস্ফোরণ, গুরুতর আহত ৫

অনলাইন ডেস্ক

নেপালে হোটেলে বিস্ফোরণ, গুরুতর আহত ৫

নেপালের একটি হোটেলের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখম হয়েছেন অন্তত পাঁচ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার নেপালের ধানগড়ি এলাকার একটি হোটেলের ঘরের মধ্যে তীব্র এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ সুপারিন্টেনডেন্ট সুদীপ গিরি জানিয়েছেন, ‘ঘটনাস্থল থেকে চিনে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।’

পুলিশের সন্দেহ, বিস্ফোরণের পিছনে নেতা বিক্রম চাঁদ ‘বিপ্লব’-এর নেতৃত্বাধীন নেপালের কমিউনিস্ট পার্টির হাত থাকতে পারে। এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদসংস্থা দ্য হিমালয়ান পোস্ট। 

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: দ্য হিমালয়ান পোস্ট, এএনআই নিউজ

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য