২২ আগস্ট, ২০১৯ ০৯:৩০

ফিলিস্তিনি 'শত্রু'কে গুলি করতে দ্বিধা, ৪ ইসরায়েলি সৈন্য বরখাস্ত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি 'শত্রু'কে গুলি করতে দ্বিধা, ৪ ইসরায়েলি সৈন্য বরখাস্ত

ফিলিস্তিনি 'শত্রু'কে গুলি করতে দ্বিধান্বিত থাকায় চার সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী। ১৯ আগস্ট এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের ওয়াইনেট নিউজ।

গাজা সীমান্তে ঘটনাটি ঘটেছিল ১ আগস্ট। ২০ বছর বয়সী ওই ফিলিস্তিনি নাগরিকের নাম হানি আবু সালাহ।

ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনীর তদন্তে প্রমাণ পাওয়া যায়, হানি আবু সালাহ সীমান্ত বেড়া অতিক্রম করেছিল। তার সঙ্গে ছিল একে-৪৭ ও গ্রেনেড। সীমান্তের ২৫০ মিটার দূর থেকে সেটি পর্যবেক্ষণ করছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তাকে গুলি করতে দ্বিধায় ছিলেন তারা। 

পরে অবশ্য হানি আবু সালাহকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছর হানি আবু সালাহর ভাই ফাদি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারান।  

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর