২২ আগস্ট, ২০১৯ ১০:৩১

অভিবাসী শিশুদের অনির্দিষ্টকালের আটকাদেশ দিল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক

অভিবাসী শিশুদের অনির্দিষ্টকালের আটকাদেশ দিল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পরিবারের শিশুদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।  গতকাল বুধবার মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এ ঘোষণা দেয়। তবে, ৬০ দিন পর থেকে এই নিয়ম কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসী আর মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্ম দিলেই সে সন্তান মার্কিন নাগরিক হতে পারবেন না। বর্তমান এই আইনকে হাস্যকর আখ্যা দেন ট্রাম্প। 

এর আগে, ২০১৮ সালের অক্টোবরে ট্রাম্প ঘোষণা দেন, নির্বাহী আদেশ জারির মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করবেন তিনি। উল্লেখ্য, আগের নিয়ম অনুযায়ী অবৈধ অভিবাসী পরিবারের শিশুদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমান্তের আশ্রয় শিবিরগুলোতে আটক রাখার পর ছেড়ে দেয়া হত। যার কারণে মধ্য আমেরিকার দেশগুলো থেকে অবৈধ অভিবাসীদের ঢল বন্ধ হয়নি বলে দাবি মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের। এ জন্য নতুন এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সূত্র : সিএনএন

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর