২২ আগস্ট, ২০১৯ ১২:১৬

দিনে-দুপুরে রাত নামাল আমাজনের আগুন

অনলাইন ডেস্ক

দিনে-দুপুরে রাত নামাল আমাজনের আগুন

ফের আগুন আমাজনের ঘন গভীর জঙ্গলে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা এইএনপিই এর দেওয়া তথ্য অনুযায়ী আমাজনের জঙ্গল এর সাথে সাথে রোন্ডানিয়া, অ্যামাজোনাস, পারা, মাতো গ্রোসোর বেশ খানিকটা আগুন গ্রাস করেছে। পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট আমাজনে আগুন লাগার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। এবার আমাজনের আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় ব্রাজিলের পুরো সাওপাওলো শহর। শহরে রাত নেমে আসে দুপুর তিনটার সময়। গত সোমবার আমাজনে এ ধরনের একটি আগুনের ঘটনা ঘটে। খবর বিবিসির।

এইএনপিই এর রিপোর্ট অনুযায়ী অপর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমাজনে অগ্নিকাণ্ড ৮৩% বেড়েছে। কিন্তু এর আগে কোনদিন এভাবে আগুন ছড়ায়নি। আমাজনের জঙ্গলে বারবার অগ্নিকাণ্ড হয় বেশ খানিকটা উদ্বিগ্ন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনরো। ব্রাজিলের প্রেসিডেন্ট সন্দেহ প্রকাশ করে বলেছেন, এনজিওগুলো আমাজনের জঙ্গলে গিয়ে আগুন ধরাচ্ছে। এনজিওগুলোর ফান্ডিং কমিয়ে দেওয়ার ফলে, তারা এভাবে তাদের রাগ প্রকাশ করছে। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট তার এই যুক্তির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তবে বিশেষজ্ঞরা বনাঞ্চল ধ্বংসকে এ আগুনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, শুকনো মৌসুম আগুন দ্রুত ছড়াতে সহায়তা করে। তবে দুর্ঘটনাবসত হোক আর যেভাবেই হোক আগুন লাগার পেছনে মানুষই দায়ী। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর