ইরাকে তটস্থ হয়ে পড়েছেন মার্কিন-ইসরায়েলপন্থী সাংবাদিক, বিভিন্ন ইস্যুতে সক্রিয় ব্যক্তি ও গবেষকরা। বিভিন্ন ছায়া অনলাইন গোষ্ঠীর হুমকি ও অভিযোগের মুখে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। খবর গালফ নিউজের।
এই অনলাইন গোষ্ঠীর সঙ্গে ইরান সংশ্লিষ্ট প্রভাবশালী একটি দলের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
‘ইলেকট্রনিক আর্মি’ খেতাব পাওয়া এই অনলাইন গোষ্ঠীর বিপুলসংখ্যক সমর্থকের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সশস্ত্র গোষ্ঠী ও কর্মকর্তারা সুবিধা পাচ্ছেন। তারা বেনামে সামাজিক মাধ্যমে এসে নিজেদের যেমন প্রশংসা করেন, তেমনি নিন্দুকদের নিয়ে মশকরা করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে ইরানকে রেখে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা এখন অনলাইন কলহ উসকে দিয়েছে।
চলতি গ্রীষ্মে ইরাকের পাঁচটি ক্যাম্প ও অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। ইরান-সংশ্লিষ্ট শিয়া গোষ্ঠী হাশেদ আল-শাবি ওই ক্যাম্প ও গুদামের পরিচালনায় ছিল।
বিস্ফোরণের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে হাশেদ। তাদের দাবি, ওই দুই দেশের সন্দেহভাজন গুপ্তচররা এই হামলায় অবদান রেখেছে।
বিডি প্রতিদিন/কালাম