ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি নিজস্ব বিমান বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। হাশ্দ আশ শাবি’র কয়েকটি অস্ত্রাগারে হামলায় দখলদার ইসরাইল জড়িত রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসার পর তারা এ ঘোষণা দিল। খবর পার্সটুডের।
হাশ্দ আশ শাবি’র সেকেন্ড-ইন-কমান্ড জামাল জাফর মুহাম্মদ আল ইব্রাহিম এক প্রশাসনিক নির্দেশে নিজস্ব বিমান বাহিনী গঠনের সিদ্ধান্তের ঘোষণা দেন এবং সালাহ মাহদি হান্তোসকে বিমান বাহিনী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন। ইরাকে আইএস বা দায়েশ দমনে হাশ্দ আশ শাবি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ইরাক সরকার বলেছে, তাদের কাছে এ সংক্রান্ত যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। এর আগে ইহুদিবাদী ইসরাইল সিরিয়াতেও সন্ত্রাসবিরোধী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। আমেরিকা ও ইসরাইল প্রথম থেকেই তাকফিরি সন্ত্রাসীদের সহযোগিতা করে আসছিল।
বিডি-প্রতিদিন/শফিক