ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ কোনোভাবেই হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সেনা পাঠাবে না। রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন। মোদি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নয়া দিল্লির নেই। তিনি বলেন, পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা সেখান থেকেই নিশ্চিত হওয়া উচিত।
ইরানের কথিত হুমকি মোকাবেলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে আমেরিকা বেশ কিছু দিন ধরেই একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেন ছাড়া অন্য মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায় নি। গত ৯ জুলাই আমেরিকা এমন জোট গঠনের প্রস্তাব দেয়। জার্মানির পাশাপাশি জাপান, পোল্যান্ড ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশও পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না। মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে। খবর পার্সটুডের।
বিডি-প্রতিদিন/শফিক