তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রবিবার তিনি তুরস্কের উদ্দেশে উড়াল দেবেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতেই তিনি সেখানে যাচ্ছেন।
তবে এর পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ড. রুহানির দফতরের গণসংযোগ ও তথ্য বিষয়ক কর্মকর্তা পারভিজ ইসমাইলি এসব তথ্য জানিয়েছেন।
তুরস্ক সফরে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্থ-রাজনৈতিক প্রতিনিধি দলও থাকবে। সোমবার অনুষ্ঠেয় ত্রিদেশীয় শীর্ষ বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং কাজাখস্থানের আস্তানায় অর্জিত সমঝোতার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম