রাষ্ট্রীয় মর্যাদায় সদ্য প্রয়াত জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শেষকৃত্য আজ অনুষ্ঠিত হবে। আফ্রিকার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান মুগাবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। খবর বিবিসি'র।
এদিকে, তাকে সমাহিত করা নিয়ে সরকারের সঙ্গে মুগাবের পরিবারের যে বিরোধ ছিল তা অবসান হয়েছে। পরিবারের মুখপাত্র ও রবার্ট মুগাবের ভাতিজা লিও মুগাবে জানিয়েছেন, রাজধানী হারারের জাতীয় বীরদের স্মৃতিস্থম্ভেই মুগাবেকে সমাহিত করা হবে। পরিবারের পক্ষ থেকে মুগাবেকে নিজশহর কুতামাতে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
উল্লেখ্য, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন রবার্ট মুগাবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বিডি প্রতিদিন/হিমেল