পাকিস্তানের মিয়াওয়ালীতে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিন নারী ও সমান সংখ্যক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।
জিও নিউজের খবর, সোমবার সকালে পাঞ্জাব প্রদেশের বাক্কার থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।
এর আগে, গত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ পাকিস্তানি সেনাসহ ২৭ জন নিহত হন।
বিডি-প্রতিদিন/মাহবুব