রাশিয়ার এক সামরিক ঘাঁটিতে সামরিক দায়িত্ব সংক্রান্ত ব্যক্তিগত বিবাদের জেরে আট সেনাকে গুলি করে হত্যা করেছেন অপর এক সেনা। এসময় গুলিতে আহত হয়েছেন আরও দু'জন।
শুক্রবার দেশটির সাইবেরিয়ার বৈকাল হ্রদ অঞ্চলের গোর্নি নামক শহরে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক দায়িত্ব সংক্রান্ত ব্যক্তিগত বিবাদের জেরে আচমকা ক্ষিপ্ত হয়ে গুলি করে
ওই সেনা। এতে ঘটনাস্থলেই আট সেনা নিহত হয়। তবে আহত বাকি দু'জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যান।
এ ঘটনায় রাশিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করবেন। কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন