পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে ঢুকে টিকটক ভিডিও বানিয়ে সবাইকে অবাক করেছেন দেশটির এক তরুণী।
হারেম শাহ নামের ওই তরুণী পাকিস্তানে রীতিমতো তারকা খ্যাতি অর্জন করেছেন। টিকটকে ১০ লাখের বেশি ফলোয়ার তার।
নতুন ভিডিওতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কনফারেন্স-রুমে হাঁটতে দেখা গেছে। পাঞ্জাবি এবং হিন্দি গানের তালে পা ফেলতে ফেলতে তিনি এক সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়েন!
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েছেন হারেম। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। কীভাবে তিনি প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে পড়লেন, তা নিয়ে চলছে জল্পনা।
পাকিস্তানি গণমাধ্যমকে হারেম বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমি ওখানে গেছি। কেউ আমাকে বাধা দেয়নি। নীতিমালার বিরুদ্ধে কিছু করলে তারা নিষেধ করতেন।’
হারেমকে এর আগে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েক জন নেতার সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ইমরানেরও ঘনিষ্ঠ তিনি।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম