নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম ও রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন।
তবে উপহার পাঠানো নির্বাচনী আইন ভঙ্গ করেছেন কী না তা নিয়ে নিশ্চিত নন ইশু সুগাওয়ারা। তারপরও কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি চাই না আমার কারণে সংসদের কাজ বাধাগ্রস্থ হোক। তাই আমি পদত্যাগ করেছি।
এছাড়া মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ দেশটির গণমাধ্যমগুলোর। জাপানের নির্বাচনী আইনে নিজের সংসদীয় আসনের ভোটারদের অর্থ ও অন্যান্য উপহার দেওয়া নিষিদ্ধ। উপহার গ্রহণ করে ভোটাররা মন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছেন তাও এসেছে সংবাদমাধ্যমে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেও এ ঘটনায় জাপানি নাগরিকদের কাছে মন্ত্রীর এ কাণ্ডে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্য, মন্ত্রীকে নিয়োগ দেয়ায় এমন অপরাধের দায় আমিও এড়াতে পারি না।
বিডি প্রতিদিন/ফারজানা