আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার সেখানেই আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি। শনিবার সকালে হার্ট অ্যাটাক হয়েছে নওয়াজ শরিফের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে মাইনর হার্ট অ্যাটাক হয়েছে নওয়াজের। তবে, ইকোকার্ডিওগ্রাফি ও ইলেকট্রোকার্ডিওগ্রাম রিপোর্ট যদিও নর্মাল।
একাধিক রোগের জন্যই হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত পাঁচদিন ধরে তাঁ চিকিৎসা চলছে সার্ভিস হাসপাতালে। কোট লাখপাত জেল থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সারা রাত অসম্ভব বুকে ব্যাথা হয়েছে নওয়াজ শরিফের। বেশ কয়েকটা এনজাইম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বলেও জানিয়েছেন তারা।
এর আগে, গত সোমবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাকে স্থানান্তরিত করা হয় লাহোর সার্ভিস হাসপাতালে। সেখানে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নওয়াজ-কন্যা মরিয়মও। রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হলে নওয়াজ-কন্যা মরিয়ম দাবি করেন, জেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তার বাবা। সোমবার ফের তিনি অসুস্থ হয়ে পড়লে মরিয়ম দাবি করেন, সঠিক চিকিৎসা পরিষেবা তো দূর, তাকে বাবার সঙ্গে ঠিকমতো কথা বলতেও দেওয়া হয়নি।
মরিয়ম আরও জানান, জটিল শারীরিক সমস্যা রয়েছে তার বাবার। বাবার কাছে তার ব্যক্তিগত চিকিৎসকদের পৌঁছতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ জানান তিনি। জেল কর্তৃপক্ষ নওয়াজের অসুস্থতার কথা মেনে নিয়েছেন। তবে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তারা। একটি বিবৃতি জারি করে বলা হয়, জেলের চিকিৎসকরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন।
বিডি-প্রতিদিন/শফিক