কয়েকদিনের টানা বর্ষণে জাপানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চারজন।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমে জানানো হয়েছে, দেশটির পূর্বাঞ্চলে বন্যা ভূমিধসে এ প্রাণহানি ঘটে। এছাড়াও টানা বর্ষণে জাপানের পূর্ব ও উত্তর-পূর্বে অবস্থিত চিবা এবং ফুকুশিমা অঞ্চলে জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে। বৃষ্টিপাতের ফলে এলাকাগুলো ডুবে গেছে। নিম্নচাপের কারণে কিছু স্থানে মাত্র আধবেলায় যে বৃষ্টিপাত হয়েছে তা এক মাসের বৃষ্টির সমান।
কর্তৃপক্ষের আশঙ্কা, মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধস হতে পারে। উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ১২ অক্টোবর দ্বীপরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় দ্বীপ হোনসুর ওপর আঘাত হানে শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন হাগিবিস। তাতে ৮৮ জনের প্রাণহানি, ৭ জন নিখোঁজ ছাড়াও ৩০০ জনেরও বেশি আহত হয়। হাজার হাজার বাড়িঘর ও ভবন ধসে পড়েছে। যা এখনও মেরামত করা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন