লাহোরের হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
তবে সকাল থেকে পাক সংবাদমাধ্যমে নওয়াজ হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে যে খবর ছড়িয়েছিল, তা সত্যি নয় বলে জানা গেছে।
পাকিস্তানের প্রথম সারির সব ক’টি সংবাদমাধ্যমই প্রথমে জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। নওয়াজের আইনজীবী তেমনটাই দাবি করেছিলেন প্রথমে। তার আরও দাবি ছিল, নওয়াজের প্রাণ বিপন্ন।
কিন্তু হাসপাতালের চিকৎসকেরা জানান, নওয়াজের বুকে ব্যথা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হননি। তবে তার শরীরে প্লেটলেটের সংখ্যা এখনও অনেকটাই কম। গত কালই তা ২০ হাজার থেকে ছ’হাজারে নেমে গিয়েছিল। সেই কারণেই তার নানা শারীরিক সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, একাধিক মামলায় অভিযুক্ত নওয়াজ কিছু দিন আগে পর্যন্ত লাহোরের কোট লাখপত জেলে বন্দি ছিলেন। সম্প্রতি ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বুরো) তাকে অন্য একটি মামলায় জেরার জন্য হেফাজতে নেয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতির জন্য জামিন দেয় আদালত। একই কারণে আজ অন্য আর এক মামলায় জামিন পেয়েছেন নওয়াজ শরীফ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন