বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। তিনি বলেছেন, শত্রুদের বিনাশ করুন। তৃণমূলের সঙ্গে লড়তে কোমরে তলোয়ার রাখুন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বরানগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। খবর এই সময়ের।
কাঞ্চনা বলেন, যারা বলেন তলোয়ার মানে সন্ত্রাস, তারা মূর্খ। তারা দেশের ইতিহাস ভুলে গিয়েছেন। তারা প্রয়োজনে ক্লাস সেভেন এইটের বই খুলে দেখে নিন। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, সেই সময় রাজারা দেশের শত্রুদের তলোয়ার দিয়ে বিনাশ করেছিলেন। সেদিন আবার ফিরে এসেছে। এবার ফের তলোয়ার হাতে তুলে নিতে হবে।'
কাঞ্চনার দাবি, সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। এটা থেকে বাঁচার একটাই উপায়। কোমরে তলোয়ার রাখতে হবে। সম্মুখসমরে শত্রুদের সমূলে বিনাশ করতে হবে।' সমাবেশে উপস্থিত সবাইকে তিনি বলেন, আপনারাই সবাই শিবাজি, নারীরা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ। উল্লেখ্য, এ অনুষ্ঠানে নেতাদের তলোয়ার উপহার দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক