কুর্দিদের সাহসী ঘোষণা করে তাদের মানবিক সহায়তার ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সিরীয় মিত্র ও তুর্কিদের জাতিগত নিধনের মুখোমুখি কুর্দিরা।
ইরানি প্রভাব কমাতে তুরস্কের অভিযানে তছনছ হয়ে পড়া কুর্দিদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইসরাইল।
অক্টোবরে উত্তর সিরিয়া থেকে হাজার খানেক মার্কিন সেনা প্রত্যাহারের পর ওয়াইপিজি যোদ্ধাদের উৎখাতে অভিযান চালায় তুরস্ক। এতে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মিত্র কুর্দিদের সঙ্গে ওয়াশিংটন প্রতারণা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ইসরাইলি উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হোটোভলি বুধবার পার্লামেন্টে বলেন, প্রস্তাবের বিষয়টি আলোচনা করা হয়েছে। সহায়তার হাত বাড়াতে ইসরাইল বহু অনুরোধ পেয়েছে। সহায়তা হবে মূলত কূটনৈতিক ও মানবিক।
উল্লেখ্য, ১৯৬০ সাল থেকেই কুর্দিদের সঙ্গে সামরিক, গোয়েন্দা ও ব্যবসায়িক সম্পর্ক রেখে আসছে ইসরাইল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন