ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য খুলে যাচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে তৈরি কারতারপুর করিডোর। আগামী ৯ নভেম্বর উদ্বোধন করা হবে করতারপুর করিডোর। এ করিডর ব্যবহারে ভারতীয় শিখদের ভিসা বহন করতে হবে না। এর মাধ্যমে পাকিস্তানে গুরু নানকের বিশ্রামস্থলে যেতে পারবেন এদেশের শিখ ধর্মালম্বী মানুুুুষ।
তবে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বুধবার জানিয়েছেন, করতারপুর করিডোর ব্যবহারে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের অবশ্যই ভ্রমণের অনুমতি কিংবা পাসপোর্ট ভিত্তিক পরিচয় পত্র লাগবে।
গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তীতে কর্তারপুর করিডোর খোলা রাখা হবে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ২৮ নভেম্বর গ্রাউন্ড-ব্রেকিং উৎসবে উপস্থিত থাকবেন।
এই গুরুদ্বার পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলায় রাভি নদীর পারে অবস্থিত। ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তিন কিলোমিটার ভেতরে। এখানে গুরু নানক দেব ১৮ বছর কাটিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা