আফগান সেনাবাহিনীর এয়ারস্ট্রাইকে এক তালিবান কমান্ডার নিহত হয়েছেন। রবিবার আফগানিস্তানের লোগার অঞ্চলে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর টোলো নিউজের।
জানা গেছে, নিহত তালিবান কমান্ডারের নাম ওয়াসিউদ্দিন। তিনজন বিচারককে হত্যার অভিযোগ ছিল ওই জঙ্গির বিরুদ্ধে। তিনদিন আগে তিনজন বিচারকের গাড়িতে হামলা চালিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করে ওয়াসিউদ্দিন।
গত ৬ নভেম্বর মহম্মদ আঘা জেলার লোগার অঞ্চলে তিনজন আফগান বিচারকসহ এক কর্মকর্তাকে খুন করে ওয়াসিউদ্দিন।
কর্মকর্তারা জানান, ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময় বাকি আবাদ নামক এলাকায় বিচারকদের গাড়িতে গুলি চালায় ওয়াসিউদ্দিন। সেই হামলায় প্রাণ হারান তিনজন বিচারক-সহ এক কর্মকর্তা। যদিও এখন পর্যন্ত হত্যার দায় স্বীকার করেনি তালিবান।
বিডি-প্রতিদিন/শফিক