সম্প্রতি লেবাননে বিক্ষোভের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি ঘোষণা দিয়েছেন, তিনি দেশের পরবর্তীকালের সরকারের নেতৃত্ব আর দিতে চান না। তিনি বলেছেন, আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না। শুধু প্রতিবাদে ক্ষতিগ্রস্ত দেশে নতুন মন্ত্রিসভা গঠনের কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে রয়েছি।
আজ মঙ্গলবার একটি বিবৃতিতে এ ঘোষণা দেন এই রাজনীতিবিদ।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির স্থলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদিকে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল এ বিষয়ে জানিয়েছেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নেই।
দেশটিতে তীব্র আন্দোলনের মুখে গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। তবে প্রেসিডেন্ট মাইকেল আউনের অনুরোধে নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
মঙ্গলবার সাদ হারিরি বলেন, আমি আর পরবর্তীকালের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী নই। নতুন কেউ সরকারের নেতৃত্ব দিক এটা আমি চাই। দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন প্রধানমন্ত্রী আসা জরুরি।
বিডি প্রতিদিন/এ মজুমদার