শিরোনাম
১০ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৭

গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু

অনলাইন ডেস্ক

গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা তিনটায় বিচারের শুনানি শুরু হয়েছে। 

এদিকে, বিচারের জন্য আদালতের ১৫ জন বিচারপতির সঙ্গে যোগ দিয়েছেন আরও দু'জন এডহক বিচারপতি। এদের মধ্যে একজন গাম্বিয়া মনোনীত এবং অন্যজন মিয়ানমার মনোনীত। শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, নেদারল্যান্ডের হেগে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে গত নভেম্বর মাসের মাঝামাঝিতে মিয়ানমারের বিরুদ্ধ মামলাটি দায়ের করে গাম্বিয়া।

আদালতে মিয়ানমারের পক্ষে হাজির হয়েছেন দেশটির গণতান্ত্রিক নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি। অন্যদিকে, গাম্বিয়ার পক্ষে আছেন দেশটির আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর