সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলে জিহাদিদের হামলায় পাঁচজন নিহত হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ বুধবার জানায়, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যার এ হামলায় অংশ নেয়া পাঁচ জিহাদীর সকলেই প্রাণ হারিয়েছে। শাবাব জঙ্গি গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এসওয়াইএল হোটেলে চালানো এ সন্ত্রাসী হামলা সাহসিকতার সঙ্গে মোকাবলা করে এবং তার অবসান ঘটায়। এছাড়া হামলার সময় হোটেলে অবস্থান করা সরকারি কর্মকর্তাসহ ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।
অনলাইনে মঙ্গলবার পোস্ট করা আল শাবাবের বিবৃবিতে বলা হয়েছে, পরিকল্পনা মোতাবেক তারা একটি অভিযান চালিয়েছে। বিবৃতিতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম