১১ ডিসেম্বর, ২০১৯ ২১:৪৬

'ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১০০০ শিশু'

অনলাইন ডেস্ক

'ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১০০০ শিশু'

তাহা আল মোতায়েক্কাল

ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে এক হাজার শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কাল।

তিনি জানান, সৌদি-মার্কিন জোটের আগ্রাসনের কারণে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোও চিকিৎসা ক্ষেত্রে সাহায্য পাঠাতে পারছে না।  চিকিৎসার অভাবেই সবচেয়ে বেশি শিশুর প্রাণহানি ঘটছে। আগ্রাসী বাহিনী হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রে সরাসরি হামলা চালাচ্ছে। স্বাস্থ্য সেবার অপ্রতুলতার কারণে এ পর্যন্ত ছয় হাজার নারী গর্ভকালীন ও প্রশব সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, মানবিক বিপর্যয় মোকাবেলায় সানা বিমান বন্দর খুলে দেওয়া জরুরি। তাহা আল মোতোয়েক্কাল বলেন, যুদ্ধের কারণে ইয়েমেনের চিকিৎসা সরঞ্জামের ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ আনতে বাধা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।  

২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর