পাকিস্তানের লাহোরে চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে শতাধিক আইনজীবী। এসময় হৃদরোগ হাসপাতালের জানালা, দরজাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। কয়েক ঘণ্টা ধরে চলা এ তাণ্ডবে তিন রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার চিকিৎসকদের হাতে এক আইনজীবী নিগৃহীত হওয়ার অভিযোগে হাসপাতালে হামলা চালায় আইনজীবীরা।
এসময় পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
হাসপাতালের এক চিকিৎসক অভিযোগ করেছেন, বিক্ষোভকারীদের কেউ কেউ গুলি ছুড়েছে। তাদের তাণ্ডবে ডাক্তার, নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটের রোগীদেরকে রেখেও পালাতে বাধ্য হয়েছে।
লাহোরের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন