ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবার ৬৫ জন অশ্বেতাঙ্গ নির্বাচিত হয়েছেন যার মধ্যে ১৫ জনই ভারতীয়। এর আগের নির্বাচনে এ সংখ্যা ছিল ১২। এ বছর জয়ী ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদের মধ্যে কনজারভেটিভ পার্টি থেকে ৭ জন এবং প্রতিদ্বন্দ্বী দলের হয়ে আটজন নির্বাচিত হয়েছেন। খবর হিন্দুস্থান টাইমসের।
হাউজ অব কমন্সের সদস্য সংখ্যা মোট ৬৫০। শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায় এর ১০ শতাংশই অশ্বেতাঙ্গ, যা ব্রিটিশ রাজনীতির ইতিহাসে বড় একটি রেকর্ড। এর আগের নির্বাচনে ৫২ অশ্বেতাঙ্গ রাজনীতিবিদ জয় পেয়েছিলেন।
এবার ব্রিটিশ নির্বাচনে জয়ী ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদরা হলেন গগন মহিন্দ্র, ক্লেয়ার কুতিনহো, প্রীতি প্যাটেল, অলোক শর্মা, শৈলেশ ভারা, সুয়েলা ব্রেভারম্যান, রিশি সুনাক, নবেন্দ্র মিশ্রা, নাদিয়া হুইটোম, ভিজেন্দ্র শর্মা, তানমানজিত সিং দেশি, সীমা মালহোত্রা, প্রীত কৌর গিল, লিসা নন্দী ও ভ্যালেরি ভাজ।
বিডি প্রতিদিন/ফারজানা