এ বছরের ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেয়েছেন ‘হাফ দ্য নাইট ইজ গন’ উপন্যাসের লেখক অমিতাভ বাগচি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পদক ও ২৫ হাজার মার্কিন ডলার।
সোমবার পোখরায় আইএমই নেপাল সাহিত্য উৎসবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাইওয়ালি এবং ডিএসসি পুরস্কার এর সহ-প্রতিষ্ঠাতা সুরিনা নারুলা এ সম্মাননা তুলে দেন অমিতাভ বাগচির হাতে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও মিয়ানমারের সাহিত্যিকদের মধ্যে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন ভারতীয় লেখক অমিতাভ বাগচি।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতি বছর ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার তালিকাভুক্ত দেশগুলোর একটিতে এই পুরস্কার প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক