২০ জানুয়ারি, ২০২০ ০৯:১৮

মার্কিন মন্ত্রী পম্পেওকে যেভাবে কটাক্ষ করলেন রুশ নারী কর্মকর্তা

অনলাইন ডেস্ক

মার্কিন মন্ত্রী পম্পেওকে যেভাবে কটাক্ষ করলেন রুশ নারী কর্মকর্তা

মাইক পম্পেও (বামে) ও মারিয়া জাখারোভা

লিবিয়া সংকট সমাধানে মার্কিননীতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে কটাক্ষ করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা।

সম্প্রতি পম্পেও বিদেশি হস্তক্ষেপ ছাড়া লিবিয়া সংকটের সমাধান করার যে আহ্বান জানান।

মারিয়া জাখারোভা বলেছেন, লিবিয়ার ব্যাপারে ওয়াশিংটন এখন যে নীতির কথা বলছে তা অতীতে মস্কোর গৃহিত নীতির ফটোকপি মাত্র।

জাখারোভা রবিবার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “লিবিয়ার ব্যাপারে পম্পেও যে বাক্যগুলো উচ্চারণ করেছেন তার প্রতিটি শব্দ ইরাক, কসোভো ও সিরিয়া সংকটের সময় রাশিয়া হুবহু উচ্চারণ করেছিল। রাশিয়াও ওই সময়গুলোতে ইরাক, কসোভো ও সিরিয়ায় আমেরিকাকে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।”

জাখারোভা আরও স্পষ্ট করে বলেন, “আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ধার করা কথা বলছে। কাজেই রাশিয়া পশ্চিমা দেশগুলোকে পথ দেখাচ্ছে এবং প্রমাণিত হচ্ছে, পশ্চিমারা আজ যা উপলব্ধি করছে রাশিয়া তা গতকাল বুঝতে পেরেছিল।” সূত্র: পার্সটুডে

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর