২০ জানুয়ারি, ২০২০ ১৮:১৭

চীনে ছড়িয়ে পড়ছে রহস্যজনক ভাইরাস

অনলাইন ডেস্ক

চীনে ছড়িয়ে পড়ছে রহস্যজনক ভাইরাস

সংগৃহীত ছবি

চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।  বেইজিংসহ দেশের বিভিন্ন স্থানে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। দেশটিতে তিনজনের মৃত্যু ছাড়াও নতুন করে প্রায় ১৪০ জন মানুষ আক্রান্ত হয়েছে। খবর আল জাজিরার। 

মধ্য চীনের ইউহান শহরে রহস্যময় এই করোনাভাইসের প্রথম সংক্রমণের ঘটনা ঘটে। গত দুই দিনে সেখানে ১৩৬ জন আক্রান্ত হয়েছে বলে স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে। মেডিকেল বিশেষজ্ঞরা করোনোভাইরাসের চাপ বোঝার চেষ্টা করছেন। 
চীনে সর্বমোট দুই শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইউহানে ১৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে নয় জনের অবস্থা গুরুতর বলে শহরের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। 
রহস্যজনক এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসও দেখা দিতে পারে। 
বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর