সুইজারল্যান্ডের দাভোস শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় অন্য যেকোনো সময়ের চেয়ে দুই দেশের সম্পর্ক আরও বেশি জোরদার হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
ইমরানের এ সফরকে ঘিরে দাভোস শহরের কেন্দ্রে বিক্ষোভ হয়েছে। এতে নেতৃত্ব দেন করাচির জামশেদ শহরের সাবেক মেয়র ও মানবাধিকার কর্মী আরিফ আজাকিয়া। বিক্ষোভকারীরা সিন্ধু ও বালুচিস্তান অঞ্চনে পাকিস্তানি সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনা করেন। এসময় তারা পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/ফারজানা