এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে আফ্রিকার দেশ মাদাগাস্কারে উত্তর-পূর্বাঞ্চলে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে মাদাগাস্কারের মিতসিনজো এবং মায়েভা তানান্না জেলায় বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এছাড়াও অন্যান্য জেলায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, মাদাগাস্কার ভারতীয় মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। যেখানে প্রায় ৬ মাস বর্ষাকাল চলে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ