আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি
ক্রু সদস্যসহ ৮৩ জন আরোহী ছিল। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর রাষ্ট্রীয় বিমান আরিয়ানা আফগানের বোয়িং ৭৩৭-৪০০ বিমানটি বিধ্বস্ত হয়।
ডেইলি মিররের খবর, স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া একটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানে থাকা ক্রু সদস্যসহ ৮৩ আরোহীর ভাগ্যে কি পরিণতি হয়েছে সেটা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/মাহবুব