পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ‘মিরাজ’ শুক্রবার নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দেশটির পাঞ্জাব প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি দুর্ঘটনার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি।
এ ব্যাপারে শুক্রবার দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। তবে বিধ্বস্ত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিমানটির বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য বিমানবাহিনীর সদর দফতর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ