ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শনিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নির্বাচন চলছে। এতে মুখ্যমন্ত্রী আদ আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের জেতার সম্ভাবনাই বেশি। আজ শনিবার সকালে কেজরিওয়ালের সমালোচনা করে একটি টুইট করেছেন বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি। নারী ভোটারদের পরিবারের পুরুষ সদস্যের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন কেজরিওয়াল।
সেই বক্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন স্মৃতি ইরানি টুইটারে লিখেছেন, আপনি কি নারীদের ততটা যোগ্য মনে করেন না যে কাকে ভোট দিতে হবে তা তারা নির্ধারণ করতে পারে?
এর উত্তরে কেজরিওয়াল বলেছেন, স্মৃতি জি দিল্লির নারীরা কাকে ভোট দেবে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তাদের পরিবার কাকে ভোট দেবে সে সিদ্ধান্তও নিয়েছে। তাদেরই সংসার চালাতে হয়। বিদ্যুতের দাম বাড়লে, পণ্যের দাম বাড়লে কার কষ্ট বাড়ে। এজন্যই আমি তাদের বলেছি, তাদের পুরুষদের বলা উচিত কাকে ভোট দিতে হবে।
দিল্লির ৭০ আসনের বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা