ভারতের রাজ্যসভা চেয়ারপারসন ভেঙ্কাইয়া নাইডু শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের একটি শব্দ মুছে ফেলেছেন। বৃহস্পতিবার মোদি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর ভাষণ নিয়ে বক্তৃতায় দেয়ার সময় ওই শব্দটি ব্যবহার করেন। তিনি নাগরিকপঞ্জি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ঝুট (মিথ্যা) ছড়ানোর অভিযোগ আনেন। 'ঝুট' শব্দটি তার বক্তৃতা থেকে বাদ দেয়া হয়েছে।
রাজ্যসভার সচিবালয় বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২০ থেকে ৬.৩০ এর মধ্যে দেয়া বক্তৃতায় কিছু অংশ বাদ দেয়া হয়েছে।
সরকারি কার্যক্রমের বর্ণনা দিতে গিয়ে কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের 'গুমরাহ' (ভুল পথে পরিচালনা) শব্দটিও বাদ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা