প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে জাপানের ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে আটকে পড়া ক্রুদের। এই প্রমোদতরীর যাত্রীদের নিজেদের কেবিনেই থাকার পরামর্শ দেওয়া হলেও ক্রু সদস্যদের সব জায়গায় চলাফেরা করতে হচ্ছে। ফলে তারা সহজেই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছেন। জাহাজে থাকা এক ক্রু সদস্য এমনটাই এক জানিয়েছেন।
তারপরও জীবনের শঙ্কা নিয়ে অতিথিদের সেবায় নিয়োজিত রয়েছেন এসব ক্রু সদস্যরা। গত ৪ ফেব্রুয়ারি থেকে তিন হাজারের বেশি যাত্রী নিয়ে ইয়োকোহামা বন্দরে ভেসে আছে এই প্রমোদতরী। এখন পর্যন্ত ওই প্রমোদতরীর প্রায় ১৭৫ যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিতে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই প্রমোদতরীর যাত্রী ও ক্রু সদস্যদের।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সোনালী ঠাকর নামের ওই ক্রু সদস্য আরও বলেন, ইতোমধ্যে তাদের অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। তাই কোনো ধরনের সংক্রমণ ছাড়া তিনি নিরাপদে বাড়িতে ফিরতে চাই বলেও জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব