১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দিলেন দিল্লির শাহিনবাগের আন্দোলনকারীরা। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত প্রায় এক মাসের বেশি সময় ধরে এখানে আন্দোলন করছেন অসংখ্য মানুষ। তারাই আজ ভ্যালেন্টাইন'স ডে পালনের জন্য মোদিকে আমন্ত্রণ জানান।
গত বছরের ১১ ডিসেম্বর ভারতের সংসদে পাস হয় এই আইন। ধর্মের ভিত্তিতে হওয়া এই নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগে আন্দোলনে বসেছেন অসংখ্য নারী, শিশু, পুরুষ। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে একটি 'ভালোবাসার গান' এবং 'সারপ্রাইজ গিফট' ও দিতে চেয়েছিলেন আন্দোলনকারীরা।
সামাজিক যোগাযোগের মাধ্যমেও মোদিকে আমন্ত্রণ জানিয়ে পোস্ট করেছেন দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগের আন্দোলনকারীরা। মোদিকে আমন্ত্রণ জানিয়ে সেখানে লেখা হয়েছে "#তুম কব আওগে। প্রধানমন্ত্রী মোদি আপনি দয়া করে শাহিনবাগে আসুন এবং আমাদের সাথে একসাথে ভালোবাসার উৎসব উদযাপন করুন।"
যদিও এতকিছুর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যায়নি শাহিনবাগের মঞ্চে।
বিডি প্রতিদিন/হিমেল