ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের মধ্যবাজারে এ ঘটনা ঘটে। তিনি নান্দাইল মধ্য বাজারে ইলেকট্রনিক দোকানে ব্যবসা করতেন। উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে স্বাধীন মিয়া।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকালে স্বাধীন মিয়া তার দোকানটি পরিষ্কার করছিলেন। দোকানের বাইরে থাকা বৈদ্যুতিক তার অসাবধানতার সঙ্গে সরিয়ে রাখতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম