ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত হয়েছে।
শনিবার সকালে এ হামলায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন।
হামলায় বেসামরিক হতাহত নিয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানা যায়নি। রুশ হামলায় বেসামরিকের মৃত্যু নিয়ে ইউক্রেন বারবার অভিযোগ জানিয়ে এলেও মস্কোর ভাষ্য, তারা কেবল সামরিক স্থাপনা ও সৈন্য সমাবেশ লক্ষ্য করেই হামলা চালাচ্ছে।
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে বেসামরিকদের মৃত্যু হতে পারে বলে এর আগে ক্রেমলিন এবং রুশপন্থি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হতো।
২০২২ সালের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার খবর এল।
তিন বছর আগে শুরু হওয়া যুদ্ধ কীভাবে বন্ধ হবে তা নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে এখনও যোজন যোজন দূরত্ব থাকায় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে হওয়া ওই আলোচনায় তেমন অগ্রগতি না হলেও দুই পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ শুক্রবার জানান, বন্দি বিনিময়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, তবে তা এখনই প্রকাশ করা হচ্ছে না।
এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উমেরভ। শিগগিরই সম্ভাব্য নতুন এক দফা আলোচনার ঘোষণা আসবে বলেও তিনি ইঙ্গিত দেন।
ওদিকে, রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও বলেছেন, ইস্তাম্বুলের বৈঠক নিয়ে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও যোগাযোগ চালিয়ে যেতে প্রস্তুত। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ