চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মুনতাসির (২৪) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী নাজিরহাট সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনায় তুষার আবদুল্লাহ নামের ফয়সালের আরেক বন্ধুও আহত হয়েছেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার বক্তপুর এলাকায়।
এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার জানান, ফয়সাল হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে সমিতির হাট এলাকায় আরেক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে তুষারকে নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় নাজিরহাটমুখী একটি ডাম্পট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফয়সালকে মৃত ঘোষণা করেন। আহত তুষার চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এএম