চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় পুকুরে ডুবে অর্পণ শীল নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগরে এ ঘটনা ঘটে। অর্পণ ওই এলাকার বাদল শীলের ছেলে।
শিশুটির কাকাতো ভাই শ্রাবণ চৌধুরী জানান, সকালে পরিবারের সবার অগোচরে অর্পণ হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের কাছে চলে যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এসময় বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা সেদিকে ব্যস্ত ছিলেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে গহিরা জে কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম