১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২১

জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এক দল মানুষ।

প্রায় অর্ধশত মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের সবার হাতেই চিল প্ল্যাকার্ড।

সেই সঙ্গে উচ্চস্বরে চিৎকার করে স্লোগান দিয়ে জাকারবার্গকে উদ্দেশ্য করে বলেছেন- ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করুন। 

তাদের মতে, সেসব বিজ্ঞাপনের আধেয় মিথ্যাচারে ভরা।

বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা- জেগে ওঠো জাক।

প্রায় ঘণ্টাব্যাপী এভাবে বিক্ষোভ করেন তারা। আর এ ঘটনার মধ্য দিয়ে তারা বোঝাতে চাইলেন ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। 

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জেরে আগে থেকেই সমালোচনা হচ্ছিল। আইনপ্রণেতা থেকে শুরু করে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই সমালোচনা করেছেন ফেসবুকের। সূত্র: সিনেট

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর