মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করতে চেয়েছিলেন। তবে শর্ত দিয়েছিলেন, ২০১৬ সালে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি জাতীয় কমিটির ই-মেইল রাশিয়া ফাঁস করেনি তাকে এটা বলতে হবে। খবর গার্ডিয়ানের।
বুধবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী অ্যাডওয়ার্ড ফিতজেরার্ল্ড এমন দাবি করেছেন। তবে ট্রাম্পের হয়েছে অ্যাসাঞ্জকে ক্ষমা করার প্রস্তাব দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন সাবেক রিপাবলিকান আইনজীবী ডানা রোহরাবাচার।
অ্যাসাঞ্জের আইনজীবীর দাবি, ২০১৭ সালের আগস্টে লন্ডন সফরের সময় রিপাবলিকান আইনজীবী ডানা ওই প্রস্তাব দেন।
বিডি প্রতিদিন/ফারজানা