নিউ ইয়র্ক টাইমসে বিতর্কিত উপসম্পাদকীয় ছাপানোয় সরিয়ে দেওয়া হয়েছে পাতাটির দায়িত্বে থাকা সম্পাদক জেমস বেনেটকে। রবিবার প্রকাশক এ জি শুলজবার্গার ঘোষণা দেন, জেমস বেনেট পদত্যাগ করেছেন। ২০১৬ সালের মে থেকে জেমস বেনেট ওই পাতাটির দায়িত্বে ছিলেন।
গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসে রিপাবলিকান সিনেটর টম কটনের লেখা 'Send In the Troops' শিরোনামে একটি উপসম্পাদকীয় ছাপানো হয়। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা সামরিক বাহিনী নামাতে আইনের কথা বলেছিলেন টম কটন। পরে সেই উপসম্পাদকীয় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। তার এক সপ্তাহের মাথায় সরিয়ে দেওয়া হল জেমন বেনেটকে।
মার্কিন সাংবাদিক জেমস বেনেট মার্কিন সিনেটর ও ডেমোক্রেট রাজনীতিবিদ মাইকেল বেনেটের ভাই।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা