পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এরমধ্যে ২০১৯ সালে পুলিশি হেফাজতে অপর এক কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটি পুলিশ। শহরের বিভিন্ন কৃষ্ণাঙ্গ গ্রুপ ও গণমাধ্যমের আবেদনের প্রেক্ষিতে এই ভিডিও প্রকাশ করা হয়।
পুলিশের বডি ক্যামেরায় ধারণকৃত এই ভিডিওতে দেখা যায়, জর্জ ফ্লয়েডের মতো নিশ্বাঃস নেয়ার আকুতি ছিলো ৪২ বছর বয়সী ডেরিক স্কটের। এসময় শেতাঙ্গ পুলিশ অফিসার হাটু দিয়ে তার ঘাড় চাপা দিয়ে রেখেছিলেন।
জানা যায়, এর আগে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে ডেরিক স্কটকে আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। তবে স্কট দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
ঘটনাস্থলেই স্কটের নিঃশ্বাস নিতে কষ্ট হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ