নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে জিহাদিদের হামলায় ৫৯ গ্রামবাসী নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান।
মঙ্গলবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গুবিও একটি গ্রামে জিহাদিদের হামলায় এ ঘটনা ঘটে।
জিহাদি বিরোধী স্থানীয় মিলিশিয়া প্রধান বাবাকুরা কোলো জানান, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা বোর্নো রাজ্যের গুবিও গ্রামে ব্যাপক হামলা চালায়। এতে স্থানীয় ৫৯ বাসিন্দা প্রাণ হারায়। অপর এক মিলিশিয়াম্যান ও স্থানীয় এক প্রধান নিহত হয়েছেন।
২০১৬ সালে বোকো হারাম থেকে বেরিয়ে আসা আইএসডব্লিউএপি’র হামলার প্রধান লক্ষ্য সামরিক বাহিনী হলেও তারা বেসামরিক নাগরিকদের ওপরও হামলা ক্রমেই বৃদ্ধি করছে বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন