বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছরে ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
বুধবার সাধারণ পরিষদের সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন সংস্থাটির সভাপতি। বৈঠকটি এখনও ২২-২৯ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত রয়েছে।
বিশ্ব নেতৃবৃন্দ পূর্বে রেকর্ড করা ভাষণ দিয়ে তা পরিচালনা করবেন। সদস্য দেশগুলিকে তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা সরকারের মন্ত্রী বা জাতিসংঘের রাষ্ট্রদূতের কমপক্ষে ১৫ মিনিটের একটি বক্তব্য সভার কমপক্ষে পাঁচদিন আগে পাঠাতে হবে। প্রতিটি মিশনের একজন কূটনীতিক অধিবেশনটিতে অংশ নিতে পারবেন।
গত মাসে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কটের কারণে সম্ভবত বিশ্ব নেতৃবৃন্দ পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে বৈঠক করতে পারবেন না।
এর আগে, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বর হামলার এবং ১৯৬৪ সালে আর্থিক সঙ্কটের কারণে সাধারণ পরিষদের সভা পিছিয়ে দেয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন