লকডাউনের বাজারে আশপাশে কান পাতলেই শোনা যাচ্ছে চাকরি ছাঁটাইয়ের গল্প। এবার জার্মান বিমান সংস্থা লুফথানসা। পূর্ণ সময়ের ২২,০০০ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে তারা।
ছাঁটাইয়ের কারণ হিসেবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ভবিষ্যতে বিমান পরিবহণের চাহিদা আশানুরূপ হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে সংস্থাকে। সংকটজনক পরিস্থিতিতে লুফথানসা ১০০টি উড়ান কম চালাবে বলে জানানো হয়েছে। তার জন্যই সংস্থার পূর্ণ সময়ের ২২,০০০ কর্মীকে সরাতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে অর্ধেক কর্মী জার্মানির। লুফথানসা গ্রুপের মোট ১,৩৫,০০০ কর্মীর মধ্যে ১৬%-কে ছাঁটাই করা হচ্ছে।
লকডাউনের সময় লুফথানসার ৭৬৩টি বিমানের মধ্যে ৭০০টিই আর আকাশে ওড়েনি। সেই কারণে প্রায় ৮৭,০০০ কর্মীকে বাধ্য হয়ে সরকারি মদতপুষ্ট ছোট প্রকল্পগুলোতে কাজে লাগাতে হয়েছিল সংস্থাকে। প্রথম কোয়ার্টারে ২.১ বিলিয়ন ইউরোর লোকসান হওয়ার পর এই বিমানসংস্থার জন্য ৯ বিলিয়ন ইউরোর বেল আউট প্যাকেজ ঘোষণা করেছে জার্মান সরকার। এর দ্বারা গ্রুপের ২০ শতাংশ শেয়ার চলে যাবে জার্মান সরকারের ঘরে।
করোনা প্যানডেমিকের জেরে বিপুল আর্থিক ক্ষতি সামাল দিতে এবার কর্মী সংকোচনের পথে হেঁটেছে ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা ওলা-ও। একসঙ্গে ১৪০০ কর্মী ছাঁটাই করা হবে বলে ওলার তরফে জানানো হয়েছে। গত দু-মাসে ওলার রেভিনিউ ৯৫ শতাংশ কমেছে বলে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বভিশ আগরওয়াল জানিয়েছেন।
দেশজোড়া লকডাউনের ফলে যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ফলে কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে ওলার সিইও। বভিশ আগরওয়াল বলেন, 'দুর্ভাগ্যজনক ভাবে করোনাভাইরাসের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আর্থিক ও সামাজিক ধ্বংস ডেকে এনেছে। কোভিড-পরবর্তী যুগ সহজে শেষ হবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।' চলতি সপ্তাহের শেষের দিকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত