১২ জুন, ২০২০ ১৫:৩১
ভারতে ‘যোগী রাজ্যে’ আইন জারি

গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ড

গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন জারি করেছে ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় 'গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০' নামে নতুন এই আইন পাস হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আইনটিতে রাজ্যে কেউ গরু জবাই করলে ১০ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অন্যদিকে, কেউ যদি গবাদিপশুর অঙ্গহানি করে তার জন্য সাত বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

৪ কোটিরও বেশি মুসলিমের আবাস প্রদেশটিতে গরু জবাই সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে এই আইন করেছে যোগী সরকার। এই আইনের ফলে তাদের খাদ্যাভাস ও জীবনযাত্রায় বদল আসবে বলে মনে করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর