ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।
১৯৭৫ সালের ২০ অক্টোবর অরুনাচলে চীনা সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে চীনা সেনাবাহিনীর গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত হয়েছিল। এর দীর্ঘ ৪৫ বছর পর এবার গালওয়ানে প্রথমবারেরর মতো ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটল।
গত ৫ মে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে তর্কাতর্কির জেরে উত্তেজনা বাড়তে শুরু করে। সে সময় দুই দেশের সেনাকর্মকর্তাদের বৈঠকে সমঝোতায় পৌঁছার ইঙ্গিত দেয় চীন। কিন্তু এবার গালওয়ান উপত্যকায় চীনের একতরফা হামলায় নিহত হল ২০ ভারতীয় সেনা।
১৯৯৬ সালে চীন ও ভারতের মধ্যকার একটি চুক্তি হয়। এতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই কিলোমিটারের মধ্যে কোনওপক্ষই গুলি চালাবে না অথবা কোনও কারণে কোনও রকম বিস্ফোরক ব্যবহার করবে না- এই সিদ্ধান্তে উপনীত হয় দুই দেশ।
কিন্তু সম্প্রতি গালওয়ান উপত্যকা নিজেদের দাবি করা উত্তেজনা বাড়ানো, গোলাগুলি না হলেও ভিন্ন উপায়ে ভারতীয় সেনাদের ওপর এক তরফাভাবে হামলায় চীন, যা দুই দেশে মধ্যে বিদ্যমান চুক্তির পরিপন্থী।
চীনের উচিত বিদ্যমান সীমান্ত চুক্তি মেনে চলা ও যেকোনও ধরনের একতরফা কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/কালাম